আশুলিয়ায় পথচারীদের মাঝে ইফতারি উপহার দিলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা
- আপডেট সময় : ১১:৩৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০ ৮২ বার পড়া হয়েছে
মশিউর রহমান, সাভারঃ আশুলিয়ায় থানা স্বেচ্ছাসেবক লীগ নেতার উদ্যোগে পবিত্র মাহে রমজানকে ঘিরে পথচারীদের মাঝে ইফতারি উপহার দেয়া হয়েছে।
সোমবার বিকালে আশুলিয়ার গাজীরচট শিকদারবাগ এলাকায় ভ্যানে করে এই ইফতারি দেয়া হয়েছে।
আশুলিয়া থানা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোঃ মনির হোসেনের নিজস্ব অর্থায়ণে অন্যান্য দিনের ন্যায় খাদ্য সামগ্রী উপহারের ধারাবাহিকতায় এসময় দুই’শ পাথচারীর মাঝে এই ইফতারি দেন।
স্বেচ্ছাসেবকলীগ নেতা মনির জানান, মমতাময়ী মা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর দিক নির্দেশনায় ও আশুলিয়া থানা কমিটির সভাপতি শহীদুল্লাহ মুন্সী’র পরামর্শে আমার খাদ্য সহায়তা প্রদানের ধারাবাহিকতায় সোমবার বিকালে পথচারীদের মাঝে ইফতারি উপহার দিয়েছি। অনেকে আছেন যারা ইফতারি কিনে খেতে পারছে না তাদেরকে আমি নিজে ভ্যান গাড়ীতে করে ইফতারি দিয়েছি। মহান আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবেন ততদিন পর্যন্ত
সকল পরিস্থিতিতে সাধারণ মানুষের সহায়তায় নিজের সাধ্য অনুযায়ী আশুলিয়াবাসীর পাশে থাকবেন বলে এই স্বেচ্ছাসেবক লীগ নেতা জানান।
এসময় সেচ্ছাসেবকলীগ কর্মী আদম আলী, আব্দুর রহমান, মনির মন্ডল ও ফুয়াদুল ইসলাম রতনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।