কুবির শেখ হাসিনা হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. মেহের নিগার
- আপডেট সময় : ১২:০৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪ ৫২৯ বার পড়া হয়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শেখ হাসিনা হলের নতুন হল প্রাধ্যক্ষ নিয়োগ করা হয়েছে। নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মেহের নিগার।
শনিবার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো: আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ হিসেবে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মেহের নিগারকে ৫ মে থেকে পরবর্তী দুই বছরের জন্য নিয়োগ প্রদান করা হলো।’
এ বিষয়ে অধ্যাপক ড. মেহের নিগার বলেন, কর্তৃপক্ষ যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছে আমি সাদরে সেটি গ্রহণ করেছি। সকলের সহযোগিতার মাধ্যমে সততার সাথে আমি আমার দায়িত্বটা পালন করতে পারি সেটাই আমার প্রত্যাশা। আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি জননেত্রী শেখ হাসিনার নামে হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ায়। উনি আমার মায়ের মতো। তাঁর হলেই আমি কাজ করার সুযোগ পেয়েছি। এটা আমার কাছে অনেক আনন্দের বিষয়।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা-কার্যক্রম চলাচল সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখতে না পারায় শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করেছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সাহেদুর রহমান।