শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগে ‘ক্যাম্পাস-কর্পোরেট যাত্রা’ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৫৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪ ২৩৫ বার পড়া হয়েছে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন(বিবিএ) বিভাগের আয়োজনে Campus to Corporate Journey : What to do শীর্ষক ক্যারিয়ার টক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
মঙ্গলবার(৬ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মাজহারুল হাসান মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে প্রয়োজন স্মার্ট নাগরিক। স্মার্ট নাগরিক তৈরি করতে পুথিগত শিক্ষা থেকে ব্যবহারিক শিক্ষার উপর জোড় দিতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি দক্ষতা এবং বিভিন্ন ভাষাগত দক্ষতা অর্জণ করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্বমানের পাঠদান পদ্ধতিসহ আধুনিক ডিজিটাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।আন্তর্জাতিকভাবে র্যাংকিং এ ভালো অবস্থান তৈরি করতে একজন ডিস্টিংগুইসড প্রফেসর এ বিশ্ববিদ্যালয়ে অতি শীঘ্রই যোগদান করবে।
এ সময় কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের এবং স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. মোসাদ্দেক আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রফেসর ড. মোহাম্মদ আশরাফুল ফেরদৌস চৌধুরী।