শাবিপ্রবিতে কুমিল্লা স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৫৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪ ২৫৪ বার পড়া হয়েছে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুমিল্লা জেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন কুমিল্লা স্টুডেন্টস এসোসিয়েশন অফ সাস্ট এর নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১১ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এসোসিয়েশনে আয়োজনে এ নবীনরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপদেষ্টমন্ডলীর সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোঃ জামাল উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্স অনুষদের ডিন ও সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরফিন খাঁন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট(ভারপ্রাপ্ত) সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান খান সোহাগ, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আফজাল খান ও একই বিভাগের প্রভাষক আমজাদ পাটোয়ারী প্রমূখ।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাহিদ হাসান খানের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, আমরা নবীনদের সহযোগিতা করতে সদা প্রস্তুত আছি। আমাদের এসোসিয়েশন থেকে পূর্বে বৃত্তি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আমরা চাই ভাল ফলাফল অর্জনের মাধ্যমে এই সুবিধা সবাই গ্রহণ করবে। ক্যাম্পাসে সবার আগে পড়াশোনা, তারপর অন্যসব।
বক্তারা আরও বলেন, নবীনরা এখানে পড়াশোনার পাশাপাশি পিতামাতার প্রতি দায়িত্ববোধ রাখতে হবে। দায়িত্ববোধ রাখতে হবে দেশের সাধারণ মানুষদের প্রতি। কারণ তাদের পড়াশোনার টাকা আসে ওই সাধারণ মানুষদের করের টাকায়। এখানে নবীনদের স্বাধীনতা আছে তবে এ স্বাধীনতা নিয়ন্ত্রণে রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়, বিভাগ, সমাজ ও বাবা মায়ের প্রতি শ্রদ্ধা ও দায়িত্ববোধ বোধ রাখতে হবে।