দেশসেরা সহকারী জজ পরীক্ষায় প্রথম স্থান অর্জনে সংবর্ধনা

- আপডেট সময় : ০৭:১৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: ১৭ তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সহকারী জজ হিসেবে সারা দেশে প্রথম স্থান অর্জনে হালিমাতুস সাদিয়াকে সংবর্ধনা দিয়েছে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন।
বুধবার সকাল ১১ টায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনের এ সংবর্ধনার অনুষ্ঠান উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সংবর্ধনার অনুষ্ঠান বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ এর পক্ষ থেকে হালিমাতুস সাদিয়াকে সম্মাননা ক্রেস্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। এ সময় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। হালিমাতুস সাদিয়া বরিশালের বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামের শাহে আলম আকনের কন্যা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আইন বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী।
সংবর্ধনা অনুষ্ঠানে সাদিয়া বলেন,সহকারী জজ হিসেবে সুপারিশ প্রাপ্ত হওয়ায় মহান আল্লাহর প্রতি অশেষ শুকরিয়া জানাই। এবং আমার এই সফলতার পেছনে পিতা-মাতা ও শিকক্ষদের অবদান রয়েছে। তিনি আরো বলেন, দায়িত্ব পেলে আমি যে কোন অন্যায় জাজমেন্ট থেকে বিরত থাকবো এবং জীবনের শেষ দিন অবদি দায়িত্ব পালনে অবিচল থাকবো।
সংবর্ধনার অনুষ্ঠান বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ হালিমাতুস সাদিয়াকে প্রশংসায় ভাসিয়ে বলেন, শিক্ষার্থীদের উচিৎ শিক্ষা জীবনে সাদিয়ার মতো হওয়া। সাদিয়া শুধু বাবুগঞ্জের নয় সারাদেশের গর্ব। আমি তার উজ্জ¦ল ভবিষ্যৎ কামানা করি।
উল্লেখ্য, ১৭তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) প্রাথমিক পরিক্ষায় মোট ৬ হাজার ২০২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে চূড়ান্ত ফলাফলে ১০২ সুপারিশ প্রাপ্ত হন। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকেরের এক স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে ১০২ জন সুপারিশ প্রাপ্তদের মধ্যে প্রথম স্থান অর্জনকারী বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আইন বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী ও বরিশালের বাবুগঞ্জ উপজেলার সন্তান ।