আশা ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সামার-২০২৪ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৫৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
বর্ণাঢ্য আয়োজনে আশা ইউনিভার্সিটি বাংলাদেশ এর সামার-২০২৪ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার শ্যামলীতে বিশ্ববিদ্যালয়ের ৯ম তলার সম্মেলন কেন্দ্রে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত এ নবীনবরণ বর্ণাঢ্য এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।
বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ ও উপাচার্য (ভারপ্রাপ্ত) জনাব মো. ইকবাল খান চৌধুরী মহোদয়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব ড. আবদুন নূর তুষার। এছারড়াও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) সোফিয়া হোসেন সহ বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যানগণ এবং বিভিন্ন বিভাগের নবাগত ছাত্র-ছাত্রীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, অ্যালামনাইসহ বর্তমান শিক্ষার্থীরা।
নবীনবরণ অনুষ্ঠানে বক্তারা বক্তব্য প্রদানকালে বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনার চিত্র তুলে ধরে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকসহ সবার সম্মিলিত প্রচেষ্টা, সমর্থন, অকুণ্ঠ ভালোবাসা ও অবদানের ফলেই আশা ইউনিভার্সিটি বাংলাদেশ আজ দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্থান করে নিয়েছে। আমাদের শিক্ষার্থীরা দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ভাল জায়গা করে নিয়েছে। নবীনরা বিশ্ববিদ্যালয়ের সকল নিয়ম কানুন মেনে এ বিশ্ববিদ্যালয়ের সম্মান আরও সামনে এগিয়ে নিয়ে যাবে এ প্রত্যয় ব্যক্ত করা হয়।’