বিপ্লবী গান, আবৃত্তি এবং কাওয়ালী গানে মেতেছে আশা বিশ্ববিদ্যালয়
- আপডেট সময় : ০৫:১১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১০১ বার পড়া হয়েছে
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩ টা থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শিক্ষার্থীদের আয়োজনে এ অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় কাওয়ালী, দেশাত্ববোধক গান ও আবৃত্তিতে মেতে ওঠে শিক্ষার্থীরা।
উক্ত কাওয়ালী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ ও উপাচার্য(ভারপ্রাপ্ত) জনাব মো. ইকবাল খান চৌধুরী মহোদয়। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) সোফিয়া হোসেন সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে এবং ভারতীয় আধিপত্যবাদী অপশক্তির বিরুদ্ধে দ্রোহের গান ও কাওয়ালীর আয়োজন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় যাবতীয় আয়োজন সম্পন্ন হয়েছে।