শাবিপ্রবির শ্রীকৃষ্ণচৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের সভাপতি রনি, সম্পাদক দীপ্ত
- আপডেট সময় : ১১:২৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪ ১৮৩ বার পড়া হয়েছে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষ্ণবীয় ভজন কীর্তনভিত্তিক, সেচ্ছাসেবী সাংস্কৃতিক সংগঠন শ্রীকৃষ্ণচৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে সিভিল এনভায়রনমেন্টাল ও ইন্জিনিয়ারিং বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রনি দেবনাথ এবং সাধারণ সম্পাদক হিসেবে পরিসংখ্যান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী দীপ্ত বনিক মনোনীত হয়েছেন।
মঙ্গলবার(৭ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন নতুন সভাপতি রনি দেবনাথ।
কমিটিতে অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি : প্রান্ত বিশ্বাস, সৌরভ দেবনাথ, আনন্দ দাস,হরি ভক্ত অধিকারী, অমিত সরকার। যুগ্ম-সাধারণ সম্পাদক :সুজন সূত্রধর,বিশ্বজিৎ সরকার, গৌরাঙ্গ দাস,তিন্নী রানী নাথ,বাপ্পী রানী রাত্রী, স্নেহা দাস বনশ্রী, কেয়া দাস গুপ্তা। কোষাধ্যক্ষ :অভি শীল। সাংগঠনিক সম্পাদক : দূর্জয় দাস,গোবিন্দ রিকমন, হৃদয় ঘোষ,অর্ঘ্য কানুন গো। সহ-সাংগঠনিক সম্পাদক: বিপ্লব বর্মন,শাওন দেবনাথ, আকাশ পুরকায়স্থ, সুমন চন্দ্র, নয়ন দে। সাংস্কৃতিক সম্পাদক : কাজল দাস,সুন্দরী ললিতা দেবী দাসী, উদয় সাহা চঞ্চল, পূরবী সরকার, মুক্তা সাহা। প্রচার সম্পাদক : শান্ত সেন, নিলয় রায়, অপূর্ব দাস,পূজা রায়, অন্তরা দাস,মনি দাস। দপ্তর সম্পাদক : রিমন আচার্য। কার্যকরী সদস্য : রিপন বনিক, সত্যবতি দাস, সূচনা দাস পূজা।
উল্লেখ্য, ২ জানুয়ারি ২০১৭ সালে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করা এ সংঘের মনোনীত কমিটিতে সাক্ষর করেন সংগঠনটির কোর কমিটির উপদেষ্টামন্ডলী অধ্যাপক ড.নারায়ণ সাহা;অধ্যাপক ড. চন্দ্রানী নাগ;অধ্যাপক অনিমেষ সরকার; সহযোগী অধ্যাপক মুক্তা রায়, সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর অভিজিত চক্রবর্তী অয়ন এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা আরাধন তালুকদার।