শাবির গণিত সমিতির ভিপি রাহুল ও সম্পাদক রিজভী
- আপডেট সময় : ০৯:০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ৩৩০ বার পড়া হয়েছে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গণিত বিভাগের ‘গণিত সমিতি’র নতুন ভিপি পদে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাহুল ইবনে জহির ও সাধারণ সম্পাদক পদে ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী সাবিত আহম্মেদ রিজভী নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ মে) নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন পূর্ববর্তী কমিটির সহ-সভাপতি বিধায়ক শর্মা। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মাহবুবর রশিদ ও অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ।
গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মাহবুবুর রশিদ বলেন,”গণিত সমিতি বরাবরই আমাদের বিভাগের বিভিন্ন কার্যক্রমে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে থাকে । আশা করি, বিগত কার্যকরী কমিটির সাফল্যের ধারা নতুন কার্যকরী কমিটি অব্যাহত রাখবে এবং এই কমিটি তাদের একনিষ্ঠ কার্যকর্মের মাধ্যমে গণিত বিভাগকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।”
নব-নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সাধারণ সম্পাদক মো. আজহার হোসেন, সাংগঠনিক সম্পাদক শরিফুন্নাহার, দপ্তর সম্পাদক মো. দেলোয়ার মিয়া, শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সম্পাদক মো. শাহী সুলতান আকাশ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক ইমরান আহমেদ আসিফ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক রায়হান ইকবাল , প্রচার বিপনন ও প্রকাশনা সম্পাদক সোহাগ মিয়া অন্তর, ক্রীড়া সম্পাদক পদে মাহবুবুর রহমান, বিতর্ক সম্পাদক মাসকাত জাহান ঝুমু, গণমাধ্যম ও গণসংযোগ সম্পাদক আরিফ হোসাইন , সমাজকল্যাণ সম্পাদক নাজমুন্নাহার
নির্বাহী সদস্য হিসেবে কামরুল হাসান ফাহিম, মো. মেহেদী হাসান, মো. নাজমুল শাহরিয়ার সাকিব, মো. রাব্বি ইসলাম, সামিয়া সালেক প্রিয়ন্তী নির্বাচিত হয়েছেন।
- উল্লেখ্য এর আগে গত ১৪ মার্চ গণিত বিভাগের ২০৯নং কক্ষে নির্বাচন সম্পন্ন হয়।