গুচ্ছ খ-ইউনিট ভর্তি পরীক্ষায় শিক্ষা উপকরণ ও সুপেয় পানি দিয়ে শাবি ছাত্রলীগের সহযোগিতা
- আপডেট সময় : ০২:০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪ ২৫৪ বার পড়া হয়েছে
গুচ্ছভুক্ত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সিলেট অঞ্চলের কেন্দ্র শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিবছরের মত এবারও পরীক্ষার্থী-অভিভাবকদের বিভিন্ন সেবা দিয়েছে শাবিপ্রবি ছাত্রলীগ।
শুক্রবার (০৩রা মে) পরীক্ষার শুরুর আগ থেকেই ছাত্রলীগ নেতৃবৃন্দ গোলচত্বরে নির্মিত টেন্টে এসব আয়োজন করে। এর পাশাপাশি ক্যাম্পাসে আগত পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের সুপেয় পানি দিয়ে পাশে ছিলেন তাঁরা।
শাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমান বলেন, সকাল থেকে কেন্দ্রে আসতে শুরু করে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এ সময় ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সুপেয় পানি, কলম, সিট খুঁজে বের করে দেয়া, মাস্ক বিতরণ, জয় বাংলা বাইক সার্ভিসসহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে পাশে ছিল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি মো. খলিলুর রহমান বলেন, ছাত্রপ্রতিনিধি হিসেবে আমরা সব সময় শিক্ষার্থীবান্ধব সহযোগিতা দিয়ে পাশে থেকেছি আর সামনের দিনগুলোতেও থাকবো। প্রতিবারের মতই আজ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় প্রতিবারের ধারাবাহিকতায় এবারও ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পাশে দাঁড়িয়েছে শাবিপ্রবি ছাত্রলীগ।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ছাত্রলীগ,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক সুপেয় পানি,কলম,জয় বাংলা বাইক সার্ভিস সহ আনুষঙ্গিক সকল সুযোগ সুবিধার ব্যবস্হা করা হয়।
এ সময় অন্যান্যাদের মাঝে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি, মামুন শাহ, সহ-সভাপতি, ফারহান রুবেল ও যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়াসহ শাখা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা।