শাবিপ্রবি কেন্দ্রে সুষ্ঠভাবে গুচ্ছভর্তির তিন ইউনিটের পরীক্ষা সম্পন্ন

- আপডেট সময় : ০৬:২৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪ ১৪০ বার পড়া হয়েছে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে গুচ্ছ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এতে ৯২ শতাংশ পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে দিয়ে তিনটি ইউনিটের পরীক্ষায় কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠভাবে সম্পন্ন হয়।
শুক্রবার (১০ মে) পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক মোহাম্মাফ আবু সাঈদ আরফিন খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ অনুষ্ঠিত সি ইউনিট ভর্তি পরীক্ষায় শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আবেদনকারী ছিলেন ৭২৯ জন। এর মধ্যে অংশ নিয়েছেন ৬৭১ জন পরীক্ষার্থী। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘এ’ এবং ‘ই’তে সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিসহ সবাই সতর্ক অবস্থানে ছিলেন।