কাভার্ডভ্যান ও অটোরিকশার সংঘর্ষে ছাত্র নিহত, আহত ৩
- আপডেট সময় : ০৬:১৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ২২৭ বার পড়া হয়েছে
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যান ও অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এতে সোহেল রানা (২৫) নামে এক ছাত্র নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। তাদের রংপুর মেডিকেল কলেজ ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা ওবদা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়া জানান, অটোরিকশায় করে ওই তিনজন স্নাতকোত্তর পরীক্ষায় অংশ নিতে কালিগঞ্জ থেকে লালমনিরহাটের দিকে যাচ্ছিলেন। তারা কাকিনা ওবদা বাজার এলাকায় পৌঁছালে বুড়িমারীর দিকে যাওয়া একটি কাভার্ডভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সোহেল নিহত হন। স্থানীয়রা কাভার্ড ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যান।
কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।