গ্রামে বাধা, শ্বশুরবাড়িতে দাফন শ্বাসকষ্টে মৃত ব্যক্তির লাশ
- আপডেট সময় : ০৫:১৬:২২ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০ ৮৪ বার পড়া হয়েছে
গাইবান্ধা প্রতিনিধি,
শ্বাসকষ্ট নিয়ে মারা যান এক ব্যক্তি (৪৫)। কিন্তু লাশ দাফনে বাঁধা দেয় গ্রামবাসী। পরে পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় দাফন হয়ে শ্বশুরবাড়তে। শুক্রবার গাইবান্ধায় এ ঘটনা ঘটেছে।
মৃত ব্যক্তির বাড়ি গাইবা্ন্ধা সদর উপজলোর বল্লমঝাড় ইউনিয়নের একটি গ্রামে। তিনি নারায়ণগেঞ্জর একটি তৈরি পোশাক কারখানার কর্মী ছিলেন। এর আগে দীর্ঘদিন ধরে লিভারে সমসায় ভুগছিলেন।
গাইবান্ধার সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ওই ব্যক্তি সম্প্রিত নারায়ণগঞ্জ থেকে গাইবান্ধায় গ্রামের বাড়িতে ফেরেন। গতকাল শুক্রবার সকালে তাঁর শ্বাসকষ্ট দেখা দেয়। এই সমস্যা নিয়ে তিনি গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তিনি মারা যান। কিছুদিন ধরে ওই ব্যক্তি লিভারের সমস্যাতেও ভুগছিলেন বলে জানান হাফিজুর রহমান।
বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহেদুল ইসলাম ওলেন, গতকাল বিকেলে ওই ব্যক্তির লাশ গ্রামে এনে দাফনের চেষ্টা করেন স্বজনেরা। কিন্তু তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন, এমন সন্দেহ করতে থাকে গ্রামবাসী। তারা গ্রামে লাশ দাফনে বাধা দেয়। বাধার মুখে একই ইউনিয়নের অপর এক গ্রামে ওই ব্যক্তির শ্বশুরবাড়িতে লাশ দাফন করা হয়।
গাইবান্ধা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহফুজার রহমান বলেন, করোনাভাইরাস পরীক্ষার জন্য মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। রংপুর মেডিকেল কলেজের ল্যাব থেকে প্রতিবেদন এলে বিষয়টি পরিষ্কার হবে।
গাইবান্ধা সদর থানার ওসি খান মো. শাহারিয়া বলেন, মৃত বক্তির সংস্পর্শে আসা পরিবারের লোকজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।