নীলফামারীর ডিমলায় অগ্নিকাণ্ডে ২৬টি ব্যবসা প্রতিষ্ঠান ছাই!
![](https://sokalersongbad.com/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় : ০৪:১৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০ ৮০ বার পড়া হয়েছে
![](https://sokalersongbad.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
নীলফামারী প্রতিনিধি;
নীলফামারীর ডিমলায় অগ্নিকাণ্ডে ২৬টি ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভুত হয়েছে। শুক্রবার মধ্যরাতে উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের চাপানি হাটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সূত্র জানায়, রাত আড়াইটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে ডিমলার সাথে যোগ দেয় জলঢাকা ফায়ার সার্ভিসেরও একটি ইউনিট। তবে অগ্নিকাণ্ডের সূত্র নিশ্চিত হতে পারেনি জনপ্রতিনিধি কিংবা ফায়ার সার্ভিসের কর্মীরা।
ডিমলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আবু বক্কর সিদ্দিক বলেন, আগুনে ২৬টি ব্যবসায় প্রতিষ্ঠান ভষ্মিভুত হয়। এতে ১২ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সূত্র বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি এটি তদন্ত করে দেখছি আমরা।
স্থানীয় চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে হার্ডওয়্যার, মুদি দোকান, মনিহারি, কসমেটিকস প্রভৃতি।