মুকসুদপুর মোল্লাদি মোল্লাবাড়ির পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৬:৪৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০ ৭৮ বার পড়া হয়েছে
তুহিন মাহামুদ বিশেষ প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে ২০০পরিবারকে রমজানের উপহার সামগ্রী বিতরণ করেছে মোল্লাদি মোল্লাবাড়ির পরিবারের পক্ষথেকে।
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার রাঘদী ইউনিয়ন মোল্লাদী গ্রামের মোল্লাবাড়ির পক্ষথেকে এ উদ্যোগটি নেওয়া হয়। উহান থেকে শুরু হওয়া করোনাভাইরাসের বিষাক্ত ছোঁয়া বাংলাদেশে ছড়িয়ে পড়োছে।মধ্যেবিত্ত,নিন্মমধ্যবিত্ত এবং দিন মজুর মানুষের দূর্ভোগ বেড়ে যাওয়ায় বিপর্স্ত হয়ে পড়েছে সমসজব্যবস্হা।
সরকারি সহযোগিতার পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ সমাজের বিত্তশালীরাও এগিয়ে এসেছে মানবতার কল্যাণে অসহায় মানুষের পাশে।
লকডাউনের কারণে কর্মজীবি মানুষগুলো বেকার হয়ে পড়েছে। অস্বচ্ছলতা দেখা দিয়েছে নিন্মবৃত্তদের সংসারে।এই পরিস্থিতিতে মোল্লাবাড়ি পরিবারের কয়কেজন যুবক উদ্যেগ গ্রহন করে অন্তত নিজের গ্রামের মানুষ গুলোর পাশে দাঁড়ানো দরকার।এই উদ্যেগকে স্বাগত জানিয়ে পাশে দাঁড়িয়েছে প্রবাসে অবস্হানরত মোল্লাবাড়ির প্রবাসীরা।
প্রত্যেকটি পরিবারের জন্য চাউল ১০ কেজি,আলু ২কেজি,ডাল১ কেজি,তেল ১লিটার,পিঁয়াজ ১কেজি করে একটি উপহার সামগ্রী প্যাকেট তৈরি করা হয়। এবং প্রত্যেক পরিবারকে পৌঁছে দেওয়া হয়।রমজানের এই উপহার পেয়ে সবাই সন্তোষ প্রকাশ করেছে এবং ধন্যবাদ জানিয়েছে এই মহতি উদ্যেগকে।
এই প্রচেষ্টা যাতে অব্যাহত থাকে এবং আরোও গঠনমূলক ভাবে কাজ করতে পারে সেই লক্ষে উপদেশ ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কয়েকজন আত্মীয় তন্মধ্যে ঢাকায় অবস্থিত ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স এন্ড ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহাম্মদ আলি, নাসরিন হক নিনা,ইলোরা শারমিন ইভা,লায়লা পারভীন পাপ্পু সহ আরো অনেকে।
মানবতার কল্যাণে সবাই যদি এরকম প্রত্যেকে নিজের জায়গা থেকে এগিয়ে আসে তাহলে সমাজে কেউ কষ্টভোগ করবেনা।
মোল্লাবাড়ির মত এই রকম উদ্যেগ যদি সবাই গ্রহন করে তাহলে সমাজের মানুষ উপকৃত হবে।