সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন, চিকিৎসকসহ ৮০ জন কোয়ারেন্টিনে
![](https://sokalersongbad.com/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় : ০৬:৫৩:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০ ৯০ বার পড়া হয়েছে
![](https://sokalersongbad.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়র স্টাফ নার্স ও ল্যাব টেকনোলজিস্ট করোনা আক্রান্ত হয়েছেন। এ কারণে হাসপাতালের ১৮ জন চিকিৎসকসহ ৮০ জন স্টাফকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। বন্ধ রাখা হয়েছে হাসপাতালের চিকিৎসাসেবা।
সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টায় জেলা সিভিল সার্জনের এক প্রেরিত মেইল বার্তায় সিংড়া পৌর এলাকার ৫ জনের শরীরে করোনাভাইরাস পজেটিভ আসে। এর মধ্যে হাসপাতালের ল্যাব টেকনোলজিস্ট এবং একজন সিনিয়র স্টার্ফ নার্স রয়েছেন।
এ কারণে হাসপাতালের সব স্টাফকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। একই সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হাসপাতালের সব চিকিৎসাসেবা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
তিনি দাবি করেন, হাসপাতালের ল্যাব টেকনোলজিস্ট পৌর শহরের হাজীপুর মহল্লার মৃত নূর মোহাম্মাদের নমুনা সংগ্রহ করতে গিয়ে করোনা আক্রান্ত হন। আর অপর সিনিয়র স্টাফ নার্স কিভাবে আক্রান্ত হয়েছে বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।