মা-মেয়েসহ একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা
- আপডেট সময় : ০৭:০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০ ৯২ বার পড়া হয়েছে
গাজীপুর প্রতিনিধি,
গাজীপুরের শ্রীপুর উপজেলায় মা-মেয়েসহ একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার জৈনাবাজার এলাকায় নিজেদের ঘরে তাদের হত্যা করা হয়।
নিহতরা হলেন ময়মনসিংহের পাগলা থানার লংগাইর ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের মালয়েশিয়া প্রবাসী কাজলের স্ত্রী ফাতেমা আক্তার (৪০), তার বড় মেয়ে নুরা (১৪), ছোট মেয়ে হাওরিন (১১) ও প্রতিবন্ধী ছেলে ফাদিল (৬)। তারা জৈনাবাজার এলাকায় জমি কিনে বাড়ি বানিয়ে বসবাস করে আসছিলেন।
প্রবাসী কাজলের ছোট ভাই আরিফ জানান, তার বড় ভাই কাজল দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকেন। জানা মতে তার ভাইয়ের কোনও শত্রু নেই। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানিয়েছেন খবর পাওয়ার পর বিকেলে চারটার দিকে পুলিশ মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে।
গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার আরটিভি অনলাইনকে জানিয়েছেন এখনও ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাচ্ছে। ঘটনা জানার পর গণমাধ্যম কর্মীদের জানানো হবে।