সংবাদ শিরোনাম :
গাজীপুরে বিনা পারিশ্রমিকে ধান কেটে দিচ্ছে শ্রমিক লীগ

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৩০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০ ৯৭ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি;
করোনা পরিস্থিতিতে ধানকাটা শ্রমিক সংকট চরমে। বিপাকে পড়েছেন কৃষকরা। এই অবস্থায় স্বেচ্ছাশ্রমে গাজীপুরে দরিদ্র কৃষকের পাকা ধান কেটে দিচ্ছেন গাজীপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুর মহানগরের বারবৈকা এলাকায় প্রথম দিন দুই কৃষকের চার বিঘা জমির পাকা ধান কেটে দেন। মহানগর জাতীয় শ্রমিক লীগের ১ নং যুগ্ম-আহবায়ক কবির আহমেদ মন্ডলের নেতৃত্বে মহানগর জাতীয় শ্রমিক লীগের ৫১ সদস্যের একটি দল ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দেন।
এ সময় কবির আহমেদ মন্ডল জানান, বোরো মৌসুমজুড়ে পর্যায়ক্রমে কৃষকদের ধান কেটে দেওয়া হবে। এদিকে বিনা পারিশ্রমিকে ধান কাটতে পেরে খুশি কৃষকও।