সবুজ আন্দোলনের পক্ষে গোপালগঞ্জে শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান
- আপডেট সময় : ০৪:৪৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০ ৯৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: দিন দিন যখন সারাদেশে করোনা মহামারী আকারে রূপ নিচ্ছে। ঠিক তখন সারাদেশের ঘরবন্দি শ্রমজীবী ও দরিদ্র মানুষ চরম খাদ্য সংকটে দিনযাপন করছে। সারাদেশের এসব অসহায় মানুষদের প্রতিনিয়ত খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন সবুজ আন্দোলন। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ সবুজ আন্দোলন শাখার পক্ষ থেকে শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
২২ এপ্রিল বুধবার সবুজ আন্দোলন গোপালগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে শতাধিক পরিবারকে তাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা প্রদান করা হয়। জেলার সমন্বয়কারী নাঈম খানের নেতৃত্বে প্রধান অতিথি ছিলেন সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের অর্থ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রানা। তার সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। তিনি তার বক্তব্যে বলেন, আমরা মূলত পরিবেশ নিয়ে কাজ করছি। কিন্তু করোনা ভাইরাস সারা পৃথিবী জুড়ে মহামারী আকার ধারন করায় আমরা সবুজ আন্দোলন দেশের এই ক্লান্তি লগ্নে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। সমাজের সকল বিত্তবান মানুষদেরও এগিয়ে আস উচিত। তারা একটু এগিয়ে আসলে দেশের জনগণকে খাবারের কষ্ট করতে হবে না। এই ত্রাণ কার্যক্রমে সকল পরিবারকে ১৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল,লবন প্রদান করা হয়। যা এসব পরিবারের কয়েকদিনের খাদ্য নিশ্চিত করবে।
এ সময় আমেনা আক্তার এনা,বাবু চন্দ মজুমদার, ফাতেমা ইসলাম মিতু,মোঃ রফিকুল ইসলাম সহ সবুজ আন্দোলন গোপালগঞ্জ শাখা অন্যান্য স্বেচ্ছাসেবীগন উপস্থিত ছিলেন।