স্ত্রীকে পিটিয়ে মারল মাদকাসক্ত স্বামী
- আপডেট সময় : ০৪:১৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০ ৮১ বার পড়া হয়েছে
নওগাঁ প্রতিনিধি; নওগাঁর নিয়ামতপুরে নেশাগ্রস্থ অবস্থায় স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছেন এক পাষণ্ড স্বামী। মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার সদর ইউপির কাননই (কারবলা) গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী ভুট্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, ওই গ্রামের ভুট্টু নামের এক লোক রাত ৩টার দিকে নেশাগ্রস্থ অবস্থায় বাড়িতে এসে তার স্ত্রী দুই সন্তানের জননী তারা মনি (৩৫)-কে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করতে থাকে। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই মাতাল স্বামীর লাঠির আঘাতে ঘটনাস্থলেই তারা মনির মৃত্যু হয়। বিষয়টি সকালে গ্রামবাসী পুলিশকে জানালে ওসি হুমায়ন কবির, এসআই দুরুল হুদা, ডিএসবি সিদ্দিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে বাসা থেকে ঘাতক স্বামী ভুট্টুকে আটক করে।
ওসি হুমায়ন কবির বলেন, প্রাথমিকভাবে আমাদের ধারণা স্বামীর লাঠির আঘাতেই তারা মনি মারা গেছে। শরীরের বিভিন্ন স্থানে মারের আলামতও রয়েছে। ভুট্টু নিজেও স্ত্রীকে কিল ঘুষি মারার কথা স্বীকার করেছে। থানায় এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। সেই সঙ্গে ঘাতক স্বামী ভুট্টুকেও আটক করা হয়েছে। সকালে তারা মনির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।