ত্রাণ আত্মসাতের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার
- আপডেট সময় : ১২:৩১:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০ ৯৪ বার পড়া হয়েছে
সকালের সংবাদ ডেস্ক;
কুষ্টিয়ার দৌলতপুরে সরকারী ত্রাণ আত্মসাতের অভিযোগে হাবিবুর রহমান ওরফে হাব্বু (৫২) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) কুষ্টিয়ার পুলিশ সুপার কার্যালয়ের ডিএসবি (জেলা বিশেষ শাখা) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান দৌলতপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য।
প্রেসবিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারনে সরকার গরীব, অসহায়, দিনমজুর ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। দৌলতপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান ওরফে হাব্বু গত ৯ ও ১০ এপ্রিল তার ওয়ার্ডের গরীব, অসহায়, দিনমজুর ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির আশ্রয় নেন। ত্রাণ না পেয়ে ওই ওয়ার্ডের গোবরগাড়া গ্রামের রবিউল ইসলাম, মালেক, ইদ্রিস, সকেনা, জুলেখা, জোসনা, আফু, কোহিনুর, সারুজান, আমিরুল, মোকাব্বর থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে দৌলতপুুর থানা পুলিশ তদন্ত করে সত্যতা পাওয়ায় সোমবার (২১ এপ্রিল) রাতে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় ইউপি সদস্য হাবিবুর রহমান ওরফে হাব্বুর বিরুদ্ধে দৌলতপুর থানায় পেনাল কোড ৪০৩/৪০৬/৩৭৯/৪২০ ধারায় মামলা হয়েছে যার নং ১৭, তারিখ ২১/০৪/২০। পরে মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর দেড়টায় ইউপি সদস্য হাবিবুর রহমান হাব্বিকে আদালতে সোপর্দ করা হয়।