খাদ্যের দাবীতে লকডাউনে থাকা এলাকাবাসীর ৩ ঘণ্টা সড়ক অবরোধ
- আপডেট সময় : ০৯:৩৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০ ৮৯ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক |
টাঙ্গাইলে ভূঞাপুরে খাদ্যের দাবীতে লকডাউনে থাকা জিগাতলা গ্রামবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
বুধবার (১৫ এপ্রিল) বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়ক অবরোধ করে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করে।
গত মঙ্গলবার দুজন ও গতকাল একজনসহ মোট তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় স্থানীয় প্রশাসন গ্রামটি লকডাউন করে।
লোকজনদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়। তিনদিন অসহায় লোকজন খাবার না পেয়ে ও বাজার করতে না পেরে রাস্তায় নেমে আসে। পরে উপজেলা নির্বাহী অফিসার নাসরীন পারভীন ও সহকারি কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন রাতের মধ্যে খাদ্যসামগ্রী দেয়ার আশ্বাস দিলে সন্ধ্যা ৬টার দিকে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।
এলাকাবাসী জানান, আমাদের গ্রামে তিনজন করোনায় আক্রান্ত হয়েছে। এজন্য গ্রাম লকডাউন করা হয়েছে। আমরা তিনদিন ধরে বাজার করতে পারি না। খাবার নেই। এ জন্য রাস্তায় নামতে বাধ্য হয়েছিলাম। পরে ইউএনও, এসিল্যান্ড ও ওসি সাহেব খাদ্যসামগ্রী ও স্বেচ্ছাসেবীর মাধ্যমে বাজার করার আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেই।
এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন বলেন, আক্রান্ত পরিবারের লোকজনের মাঝে আগেই কাঁচা বাজার পৌঁছে দেয়া হয়েছে। ওই গ্রামের অসহায় লোকজনের তালিকা করতে ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্যকে বলা হয়েছিল। কিন্তু তারা তালিকা দিতে দেরি করায় এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আজকে রাতের মধ্যেই ২৫০ জন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে।