গোপালগঞ্জ জেলা অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা

- আপডেট সময় : ১২:১০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০ ২৮ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি;
করোনা সংক্রমণ প্রতিরোধে গোপালগঞ্জ জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক শাহিদা সুলতানা এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেন। আজ রাত ১০ টা থেকে লকডাউন কার্যকর হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিন বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্ত্বে জেলা করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ সভায় গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদসহ জেলা করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। জেলার করোনা পরিস্থিতি নিয়ে ব্যাপক পর্যালোচনা শেষে কমিটির সদস্যরা গোপালগঞ্জ জেলাকে লকডাউন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। সভা থেকে জানানো হয় এ পর্যন্ত জেলায় ৩ পুলিশ সদস্যসহ ৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। গোপালগঞ্জের করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করার আশংকায় ও করোনা সংক্রমণ প্রতিরোধে গোপালগঞ্জ জেলাকে লকডাউন করা হয়েছে।
জেলা প্রশাসক স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সিদ্ধান্তে গোপালগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হলো। এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক মহাসড়ক বা নৌ-পথে অন্য জেলা থেকে গোপালগঞ্জ জেলায় কেউ প্রবেশ করতে পারবোন। এমনকি এ জেলা থেকে কেউ অন্য জেলায় গমন করতে পারবেনা। জেলার এক উপজেলা থেকে অন্য উপজেলায় আসা যাওয়া করা যাবেনা।
গোপালগঞ্জে জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি হ্রাসে গোপালগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লকডাউনের এ গণ বিজ্ঞপ্তি বলবৎ থাকবে। সড়ক বা নৌ-পথে কেউ এ জেলায় প্রবেশ বা প্রস্থান করতে পারবেনা।