ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ২৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ Logo ছাড়পত্র ও লাইসেন্স বাণিজ্য করে পরিবেশ অধিদপ্তরের জহিরুল কোটিপতি Logo ছাড়পত্র ও লাইসেন্সের নামে পরিবেশ অধিদপ্তরের আবুল কালামের কোটি টাকার বাণিজ্য Logo বেসরকারি টিভি চ্যানেল এস’ সুজিত চক্রবর্তী গং কর্তৃক সাংবাদিকদের হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন Logo ফ্যাসিস্টের দোসর বিটিভির প্রকৌশলী মনিরুল ইসলামের হাজার কোটি টাকার দুর্নীতি! পর্ব ১ Logo সুবিধাবঞ্চিত শিশু ও এতিমদের নিয়ে দূর্বার তারুণ্য ফাউন্ডেশনের কক্সবাজার ভ্রমন Logo দুদকের মামলার মাথায় নিয়েও বহাল কুমেক হাসপাতালের আবুল Logo সংস্কারের বিপরীতে রহস্যজনক বদলী: এক চিঠিতে ৫২ রদবদল ফায়ার সার্ভিসে! Logo গণপূর্তে ফ্যাসিস্ট সরকারের আস্থাভাজন কর্মকর্তাদের দুর্নীতির সিন্ডিকেট সক্রিয়  Logo বাংলাদেশ সাইন ম্যাটেরিয়ালস এন্ড মেশিনারিজ ইমপোর্টার্স এসোসিয়েশন’ সভাপতি খালেদ সাধারণ সম্পাদক মানিক 




কবরস্থান থেকে রাতে লাশ উঠিয়ে মাজার তৈরির পায়তারা 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯ ১০৬ বার পড়া হয়েছে

শাহরিয়ার মোরশেদ :

সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল ইউনিয়নের সি আর বি সি র্য়াব ক্যাম্পের পিছনে চরিয়া কালিবাড়িতে মোখসেদ পাগলের লাশ কবস্থান কমিটি ও স্থানীয়দের অভিহিত না করেই আনুমানিক রাত ২ টার দিকে বাড়িতে দাফন, মাজার বানানোর পায়তারা করছে পরিবারের লোকজন ও একটি ক্রু চক্রি মহল।

জানাযায়, সলঙ্গা থানার চরিয়া কালিবাড়ির মোকসেদ আলী পাগল প্রায় ৩ মাস আগে টিউমার ক্যান্সারে ৭০ বছর বয়সে মারা গেলে স্বাভাবিক ভাবেই চরিয়া র্যাব ক্যাম্পের পার্শে অবস্থিত কবরস্থানে দাফন করা হয়। গত ৩/৯/১৯ ইং তারিখে কবরস্থান কর্তৃপক্ষের অনুমতি ছারাই গভির রাতে লাশ তুলে বাড়িতে দাফন করা হয়। মোকসেদ আলীর ছেলে তারাশ মাধাইনগর আধীবাসী কলেজের প্রভাশক নজরুল ইসলাম জানান, আমার বাবা মৃত্যর আগে বলে গিয়েছিলেন বাড়িতে কবর দেওয়ার জন্য কিন্তু সে সময়ে আমরা দিতে পারিনি এখন বাড়িতে এনে দাফন করেছি। মাজার তৈরির কথাও স্বীকার করে তিনি বলেন, জীবদ্দশায় পাগল ছিলেন, তার অনেক ভক্তও রয়েছে ভক্তরা চায় কবরকে ঘিরে মাজার হবে এবং বৎসরিক উরস মাহফিল হবে তাই আমরা বাড়িতে এনে কবর দিয়েছি।

কবরস্থান কমিটির সদস্য হাজী আব্দুল হাই খান সাহেব বলেন এটা সমাজ বিরোধী কাজ করেছে তারা লাশ তুলতে কমিটির অনুমতি নেওয়া হয়নি তারা কবস্থান থেকে রাতের আধারে লাশ চুরি করে নিয়ে যায়, এ নিয়ে এলাকায় বিভ্রান্ত সৃষ্টি হয়েছে আসলে কার লাশ নিয়ে গেছে এ নিয়ে আন্য সব লাশের সজনরাও চিন্তিত। আমরা প্রসাশনকে জানিয়েছি, দরকার হলে আমরা অভিযোগ করব। এছারাও এলাকাবাসী ও মসজিদে নামাজ রত মুসুল্লিরা জানান এই মোকসেদ ভন্ড ছিল তিনি শুক্রবারের নামাজও পরতেন না সে কি করে পীর হয়। কিছু কু চক্রীমহল ও তরিকাপন্থি লোকজন এই মোকসেদের লাশ নিয়ে গিয়ে ভন্ড পিরের মাজার তৈরি করে ব্যাবসা করতে চায়। আমাদের এলাকার সচেতন মহলের দাবি প্রসাশন ও স্থানীয় নেতৃবৃন্দের কাছে এগুলো বন্ধ করতে হবে। এ ব্যাপারে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজুল হুদার জানান, আমরা এখনও লিখিত কোন অভিযোগ পাইনি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




কবরস্থান থেকে রাতে লাশ উঠিয়ে মাজার তৈরির পায়তারা 

আপডেট সময় : ১২:০৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯

শাহরিয়ার মোরশেদ :

সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল ইউনিয়নের সি আর বি সি র্য়াব ক্যাম্পের পিছনে চরিয়া কালিবাড়িতে মোখসেদ পাগলের লাশ কবস্থান কমিটি ও স্থানীয়দের অভিহিত না করেই আনুমানিক রাত ২ টার দিকে বাড়িতে দাফন, মাজার বানানোর পায়তারা করছে পরিবারের লোকজন ও একটি ক্রু চক্রি মহল।

জানাযায়, সলঙ্গা থানার চরিয়া কালিবাড়ির মোকসেদ আলী পাগল প্রায় ৩ মাস আগে টিউমার ক্যান্সারে ৭০ বছর বয়সে মারা গেলে স্বাভাবিক ভাবেই চরিয়া র্যাব ক্যাম্পের পার্শে অবস্থিত কবরস্থানে দাফন করা হয়। গত ৩/৯/১৯ ইং তারিখে কবরস্থান কর্তৃপক্ষের অনুমতি ছারাই গভির রাতে লাশ তুলে বাড়িতে দাফন করা হয়। মোকসেদ আলীর ছেলে তারাশ মাধাইনগর আধীবাসী কলেজের প্রভাশক নজরুল ইসলাম জানান, আমার বাবা মৃত্যর আগে বলে গিয়েছিলেন বাড়িতে কবর দেওয়ার জন্য কিন্তু সে সময়ে আমরা দিতে পারিনি এখন বাড়িতে এনে দাফন করেছি। মাজার তৈরির কথাও স্বীকার করে তিনি বলেন, জীবদ্দশায় পাগল ছিলেন, তার অনেক ভক্তও রয়েছে ভক্তরা চায় কবরকে ঘিরে মাজার হবে এবং বৎসরিক উরস মাহফিল হবে তাই আমরা বাড়িতে এনে কবর দিয়েছি।

কবরস্থান কমিটির সদস্য হাজী আব্দুল হাই খান সাহেব বলেন এটা সমাজ বিরোধী কাজ করেছে তারা লাশ তুলতে কমিটির অনুমতি নেওয়া হয়নি তারা কবস্থান থেকে রাতের আধারে লাশ চুরি করে নিয়ে যায়, এ নিয়ে এলাকায় বিভ্রান্ত সৃষ্টি হয়েছে আসলে কার লাশ নিয়ে গেছে এ নিয়ে আন্য সব লাশের সজনরাও চিন্তিত। আমরা প্রসাশনকে জানিয়েছি, দরকার হলে আমরা অভিযোগ করব। এছারাও এলাকাবাসী ও মসজিদে নামাজ রত মুসুল্লিরা জানান এই মোকসেদ ভন্ড ছিল তিনি শুক্রবারের নামাজও পরতেন না সে কি করে পীর হয়। কিছু কু চক্রীমহল ও তরিকাপন্থি লোকজন এই মোকসেদের লাশ নিয়ে গিয়ে ভন্ড পিরের মাজার তৈরি করে ব্যাবসা করতে চায়। আমাদের এলাকার সচেতন মহলের দাবি প্রসাশন ও স্থানীয় নেতৃবৃন্দের কাছে এগুলো বন্ধ করতে হবে। এ ব্যাপারে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজুল হুদার জানান, আমরা এখনও লিখিত কোন অভিযোগ পাইনি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে