ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শেখ সোহেলের সহচর কাউট রাজু গ্রুপের তাণ্ডব: অস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকি Logo পদোন্নতি,বদলি. কেনাকাটায় পাহাড়সম দুর্নীতি ফায়ার সার্ভিস অধিদপ্তরে: দুদকের বিশেষ অভিযান Logo সুনামগঞ্জে প্রবাসী সাংবাদিকের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের হামলা Logo নিজেই মাদকাসক্ত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা; মাসে মাসোহারা আদায় ৭লাখ! Logo দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকারী মাস্টারমাইন্ড সেচ্ছাসেবকলীগ নেত্রী ফাতেমা আক্তার শাপলা Logo ‘শেখ হাসিনা ও জিয়াউলের বিরুদ্ধে ২০০ গুমের প্রমাণ মিলেছে’ Logo দুর্নীতির ছায়ায় রাজউক ইমারত পরিদর্শক মনিরুজ্জামান! Logo নিয়মিত চুমু খেলে মিলবে যে শারীরিক উপকার Logo প্রধান উপদেষ্টা কাতার যাচ্ছেন আজ, সফরসঙ্গী যারা Logo জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র হলেন মুহাম্মদ আবু আবিদ




কুবিতে সমাপ্ত হলো আন্তর্জাতিক নাট্য উৎসব

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ১৫২ বার পড়া হয়েছে

পর্দা নামলো থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক যুগ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত দুই দিনের আন্তর্জাতিক নাট্য উৎসবের। উৎসবের শেষ দিনে সংগঠনের সভাপতি গুলশান পারভীন সুইটির নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘মাল্যদান’ ছোটগল্পের নাট্যরূপ প্রদর্শিত হয়। শনিবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সন্ধ্যা ৬ টায় এই উৎসব শুরু হয়ে রাত সাড়ে ৯ টায় শেষ হয়।

এই আয়োজনের ফটোগ্রাফি পার্টনার হিসেবে ছিল প্রভালোচন, টি-শার্ট পার্টনার হিসেবে ছিল ওয়ালটন এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল প্রতিদিনের বাংলাদেশ।

উৎসবের শেষ দিনে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গুলশান পারভীন সুইটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘মাল্যদান’ ছোটগল্পের নাট্যরূপ দেন এবং একই সাথে তিনি এই নাটকের নির্দেশনা। এছাড়া এই দিনে নবীন বরণ ও প্রবীণ বিদায় এবং থিয়েটার কুবির সাবেক ও বর্তমান নাট্য কর্মীদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক নাট্য উৎসবের শেষ দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম এবং শেষ দিনের মূল আকর্ষণ “লাপাত্তা লেডিস” সিনেমার গল্পকার বিপ্লব গোস্বামী।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান বলেন, ‘শিল্পের প্রত্যেকটা ধারায় একটা মেসেজ থাকে।গতকাল ভারতীয় নাট্যদল যে নাট্য পরিবেশেন করেছে সেখানে তারা দেখিয়েছে যে, হিউম্যান লাইফ ইজ ফুল অব স্ট্রাগল। সেটা ব্যাক্তিগত, সামাজিক, জাতীয় যেকোনো ধরনের হতে পারে। আর আজকে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় যে নাটক দেখালো সেটা হলো ট্রাজেডি। এখানে দেখিয়েছে পুরাণীর কোন জাত-পাত নাই। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় সে একজন মানুষ। সবার উপর মানুষ সত্য এটাই তার প্রমাণ। ক্ষমতা বা অস্ত্র দিয়ে কোন কিছু জয় লাভ করা যায় না। একমাত্র ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায়।’

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন, ‘ একটা চমৎকার নাটক আমরা দেখলাম। ছোট্ট একটা অনুভূতির গল্প কিন্তু ছুঁয়ে গেল মন। আর আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বিপ্লব গোস্বামী। এটা আমাদের জন্য  বাড়তি পাওয়া।  দাদার সাথে গত পরশুই আমার পরিচয় হয়েছে। কিন্তু কেউ দেখলে বুঝবে না। মনে হবে যেন আমরা দুইজন কয়েক বছর ধরে ঘুরাঘুরি করি।’

“লাপাত্তা লেডিস” সিনেমার গল্পকার বিপ্লব গোস্বামী বলেন, ছোটবেলায় বা কলেজে যখন পড়তাম কোনো একটা ম্যাগাজিনে পড়েছিলাম কুমিল্লা শিল্পের শহর, সংস্কৃতির শহর, শিক্ষার শহর। সেই কুমিল্লারই একটা শিক্ষা প্রতিষ্ঠানে এসে আপনাদের সামনে দাঁড়ানো একটা দারুণ ব্যাপার। আমার খুব কৌতুহল হয়েছিল যে ওরা গল্পটা কিরকম মঞ্চস্থ করবে, সত্যি একটা দারুণ মুগ্ধতা এনে দিয়েছে। আমি ডুবে গিয়ে খুব উপভোগ করেছি।’

সার্বিক ব্যাপারে থিয়েটার কুবির সভাপতি সভাপতি গুলশান পারভীন সুইটি বলেন, ‘সংগঠনের সকলের প্রচেষ্টার কারণে আমরা আমাদের প্রথম আন্তর্জাতিক নাট্য উৎসবকে সকলের সামনে তুলে ধরতে পেরেছি। যারা যারা এই অনুষ্ঠানকে দর্শকের সামনে আনতে কাজ করে গেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। আমরা আবারো নতুন আয়োজন নিয়ে দ্রুত হাজির হতে চাই দর্শকদের সামনে।’

এর আগে গত ৪ জুলাই নাট্য উৎসবটি শুরুর কথা থাকলেও বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও ডেকোরেশনের সাথে সংশ্লিষ্ট মো: আবুল হোসেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুতে শোকপ্রকাশ করে একদিন পর অর্থাৎ ৫ জুলাই ভারতের কলকাতার নাট্য সংগঠন মছলন্দপুর ইমন মাইম সেন্টারের নাটক ও মূকাভিনয় প্রদর্শনের মাধ্যমে নাট্য উৎসবটি শুরু হয়। মছলন্দপুর ইমন মাইম সেন্টার জীবন অধিকারীর নির্দেশনায় ও মৃণাল মুখোপাধ্যায় রচিত ‘যুযুধান’ নাটক এবং ধীরাজ হাওলাদারের নির্দেশনায় ‘একটি গাছ একটি প্রাণ ও দেখা’ নামক মূকাভিনয় প্রদর্শন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




কুবিতে সমাপ্ত হলো আন্তর্জাতিক নাট্য উৎসব

আপডেট সময় : ১১:৪৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪

পর্দা নামলো থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক যুগ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত দুই দিনের আন্তর্জাতিক নাট্য উৎসবের। উৎসবের শেষ দিনে সংগঠনের সভাপতি গুলশান পারভীন সুইটির নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘মাল্যদান’ ছোটগল্পের নাট্যরূপ প্রদর্শিত হয়। শনিবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সন্ধ্যা ৬ টায় এই উৎসব শুরু হয়ে রাত সাড়ে ৯ টায় শেষ হয়।

এই আয়োজনের ফটোগ্রাফি পার্টনার হিসেবে ছিল প্রভালোচন, টি-শার্ট পার্টনার হিসেবে ছিল ওয়ালটন এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল প্রতিদিনের বাংলাদেশ।

উৎসবের শেষ দিনে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গুলশান পারভীন সুইটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘মাল্যদান’ ছোটগল্পের নাট্যরূপ দেন এবং একই সাথে তিনি এই নাটকের নির্দেশনা। এছাড়া এই দিনে নবীন বরণ ও প্রবীণ বিদায় এবং থিয়েটার কুবির সাবেক ও বর্তমান নাট্য কর্মীদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক নাট্য উৎসবের শেষ দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম এবং শেষ দিনের মূল আকর্ষণ “লাপাত্তা লেডিস” সিনেমার গল্পকার বিপ্লব গোস্বামী।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান বলেন, ‘শিল্পের প্রত্যেকটা ধারায় একটা মেসেজ থাকে।গতকাল ভারতীয় নাট্যদল যে নাট্য পরিবেশেন করেছে সেখানে তারা দেখিয়েছে যে, হিউম্যান লাইফ ইজ ফুল অব স্ট্রাগল। সেটা ব্যাক্তিগত, সামাজিক, জাতীয় যেকোনো ধরনের হতে পারে। আর আজকে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় যে নাটক দেখালো সেটা হলো ট্রাজেডি। এখানে দেখিয়েছে পুরাণীর কোন জাত-পাত নাই। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় সে একজন মানুষ। সবার উপর মানুষ সত্য এটাই তার প্রমাণ। ক্ষমতা বা অস্ত্র দিয়ে কোন কিছু জয় লাভ করা যায় না। একমাত্র ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায়।’

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন, ‘ একটা চমৎকার নাটক আমরা দেখলাম। ছোট্ট একটা অনুভূতির গল্প কিন্তু ছুঁয়ে গেল মন। আর আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বিপ্লব গোস্বামী। এটা আমাদের জন্য  বাড়তি পাওয়া।  দাদার সাথে গত পরশুই আমার পরিচয় হয়েছে। কিন্তু কেউ দেখলে বুঝবে না। মনে হবে যেন আমরা দুইজন কয়েক বছর ধরে ঘুরাঘুরি করি।’

“লাপাত্তা লেডিস” সিনেমার গল্পকার বিপ্লব গোস্বামী বলেন, ছোটবেলায় বা কলেজে যখন পড়তাম কোনো একটা ম্যাগাজিনে পড়েছিলাম কুমিল্লা শিল্পের শহর, সংস্কৃতির শহর, শিক্ষার শহর। সেই কুমিল্লারই একটা শিক্ষা প্রতিষ্ঠানে এসে আপনাদের সামনে দাঁড়ানো একটা দারুণ ব্যাপার। আমার খুব কৌতুহল হয়েছিল যে ওরা গল্পটা কিরকম মঞ্চস্থ করবে, সত্যি একটা দারুণ মুগ্ধতা এনে দিয়েছে। আমি ডুবে গিয়ে খুব উপভোগ করেছি।’

সার্বিক ব্যাপারে থিয়েটার কুবির সভাপতি সভাপতি গুলশান পারভীন সুইটি বলেন, ‘সংগঠনের সকলের প্রচেষ্টার কারণে আমরা আমাদের প্রথম আন্তর্জাতিক নাট্য উৎসবকে সকলের সামনে তুলে ধরতে পেরেছি। যারা যারা এই অনুষ্ঠানকে দর্শকের সামনে আনতে কাজ করে গেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। আমরা আবারো নতুন আয়োজন নিয়ে দ্রুত হাজির হতে চাই দর্শকদের সামনে।’

এর আগে গত ৪ জুলাই নাট্য উৎসবটি শুরুর কথা থাকলেও বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও ডেকোরেশনের সাথে সংশ্লিষ্ট মো: আবুল হোসেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুতে শোকপ্রকাশ করে একদিন পর অর্থাৎ ৫ জুলাই ভারতের কলকাতার নাট্য সংগঠন মছলন্দপুর ইমন মাইম সেন্টারের নাটক ও মূকাভিনয় প্রদর্শনের মাধ্যমে নাট্য উৎসবটি শুরু হয়। মছলন্দপুর ইমন মাইম সেন্টার জীবন অধিকারীর নির্দেশনায় ও মৃণাল মুখোপাধ্যায় রচিত ‘যুযুধান’ নাটক এবং ধীরাজ হাওলাদারের নির্দেশনায় ‘একটি গাছ একটি প্রাণ ও দেখা’ নামক মূকাভিনয় প্রদর্শন করে।