সংবাদ শিরোনাম :
শাবির সিরাজুন্নেসা ছাত্রীহলের গেস্টরুমের অভ্যন্তরীণ ডেকোরেশন সংস্কার

প্রতিনিধি, শাবিপ্রবি
- আপডেট সময় : ১২:১৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩ ২০০ বার পড়া হয়েছে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের গেস্টরুমের অভ্যন্তরীণ ডেকোরেশন সংস্কার করা হয়েছে।
বৃহস্পতিবার(১২ জানুয়ারি) সন্ধ্যায় হলের প্রাধ্যক্ষ জোবেদা কনক খান এ তথ্য নিশ্চিত করেন।
সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, হলের অভ্যন্তরের গেস্টরুমটির সোপা, টেবিল ও জালানার পর্দা পরিবর্তন করে নতুন লাগানো হয়েছে।
হলের একাধীক ছাত্রীর সঙ্গে কথা বললে তাঁরা জানায়, সোপা অনেকদিন আগেই পুরান হয়ে যায়। পর্দার অবস্থাও তেমন ভাল ছিল না। ম্যাম বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ করে এখন পরিবর্তন করেছে।
প্রাধ্যক্ষ জানান, শীতকালীন ছুটির আগেই ডেকোরেশন সংস্কারের জন্য কাজ শুরু করা হয়। প্রক্রিয়ামান কাজে সোপা সংস্কার, ফ্লোরের মাদুর ও জানালায় নতুন পর্দা লাগানো হয়। ছাত্রীদের প্রতি আহবান তাঁরা যেন নিজেদের আপন জিনিস মনে করে যত্ন সহকারে এসব ব্যবহার করে।