ত্রাণের নামে কাউকে চাঁদা বা টাকা না দেওয়ার সতর্কতা হুইপের
![](https://sokalersongbad.com/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় : ০৮:১৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০ ৮৮ বার পড়া হয়েছে
![](https://sokalersongbad.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
দিনাজপুর প্রতিনিধি; জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, আমাদের কাছে অভিযোগ এসেছে, কেউ কেউ ভয়ভীতি দেখিয়ে অসহায় মানুষের কাছে ত্রাণের জন্য টাকা আদায় করছেন।
তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, ত্রাণের নামে কাউকে চাঁদা বা টাকা দিবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সবার ঘরে ঘরে ত্রাণ পৌঁছে যাবে।
সোমবার দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যানদের মাধ্যমে কর্মহীন মানুষের জন্য ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার জন্য ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
একই দিন দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে করোনাবিষয়ক সাধারণ সচেতনতা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ কার্যক্রম সম্পর্কিত আলোচনায় বক্তব্য রাখেন তিনি।