সংবাদ শিরোনাম :
প্রতারণাচক্র থেকে সাবধান থাকতে আহবান জানিয়েছেন শাবি উপাচার্য
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৩১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ১১৬ বার পড়া হয়েছে
সম্প্রতি একটি প্রতারণাচক্র দেশব্যাপি বিভিন্ন ব্যক্তির তথ্য ও ছবি ব্যবহার করে ভুয়া একাউন্ট নাম্বার দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। এমন একটি প্রতারণাচক্র শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এর নাম, ছবি ও ভুয়া ব্যাংক একাউন্ট নাম্বার ব্যবহার করে বেশ কয়েকজনের কাছে অর্থ চেয়েছে বলে বৃহস্পতিবার(০২রা মে) বিষয়টি নিশ্চিত করেন তিনি।
উপাচার্য বলেন, বিষয়টি একেবারে ভুয়া এবং এটি একটি প্রতারণাচক্রের ব্যাবহৃত ফাঁদ। দয়া করে এমন ফাঁদে পা দিয়ে কারো সঙ্গে কোনো প্রকার অর্থ লেনদেন না করার জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন শাবিপ্রবি উপাচার্য
উল্লেখ্য, বিষয়টি নিয়ে প্রতারণাচক্রকে ধরতে ইতোমধ্যে গোয়েন্দাসংস্থ্যা ও আইনশৃঙখলা রক্ষাকারী বাহিনী অনুসন্ধান চালাচ্ছে বলে জানা যায়।