খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে থাকা ২ জনের মৃত্যু

- আপডেট সময় : ০৫:০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০ ১১১ বার পড়া হয়েছে

খুলনা অফিস;
খুলনায় আইসোলেশনে থাকা দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের (খুমেক) করোনা সাসপেক্টটেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ( মেডিসিন) ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টায় আসাদুজ্জামান (২৪) করোনা সাসপেক্টটেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। আসাদুজ্জামান এজমা রোগী ছিলেন। তিনি শ্বাসকষ্টে মারা যান। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত আসাদুজ্জামানের বাড়ি নগরীর লবণচরায়।
অপরদিকে বেলা সাড়ে ১২টায় খুমেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মিতু (১০) নামে অপর এক শিশুর মৃত্যু হয়। শুক্রবার ভোরে তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। সে শ্বাসকষ্টে ভুগছিল। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তার বাড়ি রূপসা উপজেলা সদরের কাজদিয়া এলাকায় বলে জানান ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস।