ভোলায় মাদক বিক্রেতাকে জুতার মালা
- আপডেট সময় : ০৭:০৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০১৯ ৮৫ বার পড়া হয়েছে
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি;
ভোলার বোরহানউদ্দিন উপজেলা এক মাদক বিক্রেতাকে আটক করে জুতার মালা পরিয়ে বাজারে ঘুরিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
এর আগে উপজেলার টবগী ইউনিয়নের মনিরাম বাজারের দক্ষিণ পাশের হাজিবাড়ির কাছ থেকে সজল (২৫) নামের ওই মাদক বিক্রেতাকে আটক করা হয়।
স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে বাবুল হাজি, নিরব হাজি, আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন, ইউপি সদস্য আ. করিমসহ স্থানীয়রা সজলকে গাঁজাসহ আটক করে। পরে মনিরাম বাজারে আনলে সংক্ষুব্ধ জনতা তার গলায় জুতার মালা দিয়ে বাজার প্রদক্ষিণ করে পুলিশের হাতে সোপর্দ করেছে।
সজল টবগী ইউনিয়নের ছয় নাম্বার ওয়ার্ডের হরিদাস ঘোষের ছেলে।
বাবুল হাজি, নিরব হাজি, আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন, ইউপি সদস্য আ. করিম জানান, সজল ও তার কয়েক সঙ্গী দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে এলাকার যুব সমাজকে ধ্বংস করছে। রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় থানা পুলিশে খবর দিয়ে তাদের হাতে সজলকে সোপর্দ করা হয়।
বোরহানউদ্দিন থানার ওসি মু. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সজলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।