অধ্যাপক জহীর উদ্দিন আহমেদের মায়ের মৃত্যুতে শাবির মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ পরিষদের শোক প্রকাশ

- আপডেট সময় : ০৩:২৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪ ১৬৪ বার পড়া হয়েছে

আজ শুক্রবার(০৫ এপ্রিল) বেলা ১১.১৫ মিনিটের সময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জহীর উদ্দীন আহমদ এর মমতাময়ী মা(আলী আমজদ সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা) জনাবা রহিমুন্নেছা খানম নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমার মৃত্যুতে শুক্রবার(০৫ এপ্রিল) বাদ জুম্মাহ শাবিপ্রবির ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ পরিষদ’ এর আহ্বায়ক প্রফেসর ড. মোঃ আখতারুল ইসলাম ও সদস্য সচিব প্রফেসর ড. মোঃ আলমগীর কবির পরিষদের পক্ষ থেকে গভীরভাবে শোকাহত এবং মরহুমার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, আল্লাহতায়ালা যেন মরহুমাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন (আমিন)। মৃত্যুকালে তিনি চার ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আজ বাদ এশা মরহুমার গ্রামের বাড়িতে তাঁকে দাফন করা হবে।