মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা আমাদের অঙ্গীকারঃ ড. তৌফিক রহমান চৌধুরী

- আপডেট সময় : ১০:০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪ ১৩৫ বার পড়া হয়েছে

দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব স্ট্রাস্টিজের চেয়ারম্যান বিশিষ্ঠ্য শিক্ষানুরাগী ড. তৌফিক রহমান চৌধুরী বলেছেন, “সিলেট বিভাগে উচ্চশিক্ষার বিস্তারের স্বপ্ন নিয়ে আমরা প্রতিষ্ঠা করেছিলাম মেট্রোপলিটন ইউনিভার্সিটি। শুরু থেকেই মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা ছিল আমাদের অঙ্গীকার। সকলের প্রচেষ্ঠায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির সুনাম আজ দেশের গন্ডি পেরিয়ে বিশ্বজুড়ে।”
২২ এপ্রিল সোমবার বিকেল ৫ টায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির কনফারেন্স হলে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘ইনডাকশন প্রোগ্রাম ফর নিউ টিচার্স’ শীর্ষক দু’ দিনব্যাপী কর্মশালার সমাপণী অনুষ্ঠাবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র ভারপ্রাপ্ত পরিচালক ও ইংরেজী বিভাগের প্রধান ড. রমা ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ও ব্যবসা প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক দেবাশিষ রায়, প্রমূখ।
উক্ত কর্মশালায় স্প্রিং ২০২৪ (জানুয়ারী-জুন) সেমিস্টারে মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগে যোগদানকৃত ১৭ জন নবাগত শিক্ষক অংশ নেন। তাদের মধ্যে প্রধান অতিথিরা সনদপত্র বিতরণ করেন।