কুবির চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার ও পূর্নমিলনী
- আপডেট সময় : ০৯:০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪ ২২২ বার পড়া হয়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে ইফতার মাহফিল ও পূর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (৩ এপ্রিল) চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল ও পূর্নমিলনীর আয়োজন করা হয়।
এই ইফতার মাহফিলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সাথে উপস্থিত ছিল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরাও। প্রথম ব্যাচ থেকে শুরু করে সতেরো তম ব্যাচের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ১ম ব্যাচের আব্দুল হামিদ, ৪র্থ ব্যাচের মো. জিনাত মহসিন, ৫ম ব্যাচের মো. সাখাওয়াত, ৮ম ব্যাচের তৌসিফুল ইসলাম, ৯ম ব্যাচের জব্বার আলি উল্লেখযোগ্য।
এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি শহীদুজ্জামান বাবু বলেন, ‘অন্যান্য জেলার তুলনা চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য অনেক বেশি সমৃদ্ধ এবং সম্প্রীতির বন্ধনের দিক থেকে চটগ্রাম এক অনন্য উদাহারণ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল চাটগাইয়াঁরা সবসময় ঐক্যবদ্ধ থাকতে চাই এবং আমাদের ঐতিহ্য, সংস্কৃতি সকলের মাঝে ছড়িয়ে দিতে চাই। সেই লক্ষ্যেই এই আয়োজন করেছি। সামনের দিনেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে বিশ্বাস করি।’