কুবি বাংলা বিভাগের অ্যালামনাইদের ইফতার ও দোয়া মাহফিল

- আপডেট সময় : ১০:০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪ ৩০১ বার পড়া হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ এপ্রিল) বিভাগের করিডোরে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে এ আয়োজন করা হয়।
এসময় বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী, অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান, সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার, সহযোগী অধ্যাপক ড. সুমাইয়া আফরীন সানি, সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু, সহকারী অধ্যাপক সিনথিয়া মুমু, প্রভাষক মো. গোলাম মাহমুদ পাভেল।
বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও অ্যালামনাই কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সৌহার্দ্য ও সম্পৃতি বজায় রাখার জন্য অ্যালামনাই প্রতি বছর ইফতারের আয়োজন করে থাকে। আগামীতে যেন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে আরোও সুন্দর আয়োজন করতে পারি সেই লক্ষ্যে আমরা শীঘ্রই অ্যালামনাই কমিটি গঠন করবো।’