সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতার ‘মানবাধিকার কর্মী’

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:১৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯ ১১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;
চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকা থেকে ৩ হাজার ৬৭৫ ইয়াবাসহ ‘কথিত’ মানবাধিকার কর্মীকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (১২ জুন) ভোরে ইস্পাহানী মোড়ের একটি আবাসিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. সোহেল আহমেদ প্রকাশ রুবেল সরকার (২৮) গাজীপুরের ছান্না গ্রামের সরকার বাড়ির মো. সুরুজ সরকারের ছেলে।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, ‘ইস্পাহানী মোড়ে স্বপ্ননীড় আবাসিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের তৃতীয় তলায় ২০৫ নম্বর রুমে অভিযান চালিয়ে সোহেলকে ৩ হাজার ৬৭৫ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তিনি নিজেকে মানবাধিকার কর্মী দাবি করেছেন। জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার নামে একটি সংগঠনের কার্ডও দেখিয়েছে তিনি।’