সংবাদ শিরোনাম :
বাস খাদে পড়ে প্রাণ গেল ৫ জনের
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:২০:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০১৯ ৭২ বার পড়া হয়েছে
বাগেরহাট প্রতিনিধি;
বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় আরও কয়েকজন আহত হয়েছেন।
শনিবার সকালে উপজেলার কাকডাঙা এলাকায় বাগেরহাট-মাওয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে খুলনা থেকে মোল্লাহাটগামী যাত্রীবাহী বাসটি কাকডাঙা এলাকায় পৌঁছালে বাসের সামনের একটি চাকা ফেটে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় জানান, নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।