অজয়ের আগে কে ছিল কাজলের ক্রাশ

- আপডেট সময় : ০৪:১৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯ ১৪০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক |
কাজলকে নিয়ে করণ জোহর এক গোপন খবর ফাঁস করে দিলেন। সম্প্রতি দ্য কপিল শর্মা শো’তে এ বলিউড পরিচালক বলেন, ক্যারিয়ারের শুরুতে কাজলের ক্রাশ ছিলেন অক্ষয় কুমার। তাকেই মনে-প্রাণে চাইতেন। যদিও পরবর্তীতে অজয় দেবগণের সঙ্গেই তার প্রেম এবং তাকেই বিয়ে করেন কাজল।
হিন্দুস্তান টাইমস জানায়, অক্ষয়ের সঙ্গে দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে থাকতেন কাজল। তাদের প্রথম সাক্ষাত নিয়ে করণ বলেন, “হেনা মুভির প্রিমিয়ারে কাজলের সঙ্গে দেখা হয়। অক্ষয়ের প্রতি কাজলের তখন মারাত্মক ক্রাশ।”
বলিউড প্রযোজক বলেন, “পুরো প্রিমিয়ার অনুষ্ঠানেই অক্ষয়কে খুঁজছিলেন তিনি। পরে আমি তাকে সহযোগিতা করে। আমরা দুইজনেই তখন অক্ষয়কে খুঁজে বেড়ালাম। যদিও সেদিন তাকে খুঁজে পাইনি আমরা। তবে সেদিন থেকে আমাদের দুজনের মধ্যে ভাল বন্ধুত্ব গড়ে উঠে।”
পরবর্তীতে ১৯৯৪ সালে অক্ষয়ের সঙ্গে ইয়ে দিল্লাগি সিনেমায় অভিনয় করেন কাজল।
কাজলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে করণ আরও বলেন, “আমাদের বন্ধুত্ব দীর্ঘদিনের। কিন্তু সে কখনো আমার জন্মদিনের তারিখ ভুলে বা। অধিকাংশ সময়েই সে একদিন আগে আমাকে উইশ করে নয়ত একদিন পরে। তবে জন্মদিনের দিন কখনোই করে না।”