হিরো আলমের নির্বাচনের মাঠে চিত্রনায়িকা মুনমুন
- আপডেট সময় : ০৮:০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩ ৪৭১ বার পড়া হয়েছে
বগুড়া প্রতিনিধি: বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে আলোচিত ইউটিউবার স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের একতারা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন চিত্রনায়িকা মুনমুন।
গতকাল শুক্রবার রাতে হিরো আলমকে সঙ্গে নিয়ে শহরের সাতমাথায় রাত ২টা থেকে আড়াইটা পর্যন্ত প্রচার চালান এই চিত্রনায়িকা।
এ সময় একতারা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে উপস্থিত ভোটারের উদ্দেশে মুনমুন বলেন, ‘হিরো আলম প্রান্তিক পরিবার থেকে উঠে আসা মানুষ। কিং অব রুট লেভেল। প্রান্তিক মানুষের কষ্ট তিনি ভালোভাবে বোঝেন। তিনি মানুষের জন্য কাজ করতে চান। হিরো আলম নির্বাচিত হলে প্রান্তিক মানুষের ভাগ্যোন্নয়ন হবে।’
ভোটারদের উদ্দেশে এই চিত্রনায়িকা বলেন, ‘হিরো আলম অনেক সংগ্রাম করে এতদূর পর্যন্ত এসেছেন। ভোটারদের প্রতি অনুরোধ, আপনারা হিরো আলমের সাহসের প্রতি সম্মান জানিয়ে একবারের জন্য হলেও তাকে এমপি নির্বাচিত করুন।
নির্বাচনী প্রচারে অংশ নেওয়া প্রসঙ্গে মুনমুন গণমাধ্যমকর্মীদের বলেন, ‘উত্তরবঙ্গ এসেছিলাম। স্নেহের ছোট ভাই হিরো আলম বললেন, “আপু, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, একটু এসে দোয়া দিয়ে যান।” ওর কথা ফেলতে পারিনি। ব্যস্ততার মধ্যেও ওর জন্য ভোট চাইতে এসেছি।’
হিরো আলম বলেন, ‘ভোটারদের চমক দেখাতে আজ রাতে বগুড়া-৬ আসনে অর্থাৎ বগুড়া শহরে একতারা মার্কার পক্ষে ভোট চেয়ে মাঠে নামবেন চিত্রনায়িকা জেসমিন। এ ছাড়া একতারার প্রচারে আসছেন চিত্রনায়িকা নাসরিন ও কাবিলাসহ অনেক চলচ্চিত্রশিল্পী।’
প্রচারে আরও চমক আছে উল্লেখ করে হিরো আলম বলেন, ‘প্রচারের শেষ সময়ে আরও চমক থাকবে। চলচ্চিত্র তারকাদের সঙ্গে নিয়ে হেলিকপ্টারে একতারা প্রতীকের নির্বাচনী এলাকায় ভোটারের হাতে লিফলেট পৌঁছাব। নির্বাচনী প্রচারে নতুন চমক দেখবেন ভোটাররা।’ উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে