সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে দূর্ধর্ষ চুরি, আটক ১

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৫৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০১৯ ১৬৫ বার পড়া হয়েছে

কমলগঞ্জ ( মৌলভীবাজার ) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জের আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (২৩ মার্চ) ভোররাতে চোরদল প্রতিষ্ঠানটির প্রায় ৩০ হাজার টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র লুটে নেয়।
কলেজের অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন জানান, নিরাপত্তা প্রহরী অসুস্থতা জনিত কারণে আসে নি। শনিবার ভোর রাতে এক দল চোর তালা ভেঙে কলেজের ভেতর ঢোকে । পরে আরো তিনটি কক্ষের তালা ভেঙে প্রয়োজনীয় কাগজপত্র টাকা-পয়সা নিয়ে যায়। সকালে শিক্ষকরা এসে কলেজের তালা ভাঙা দেখতে পান।
খবর পেয়ে কলেজের সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ থানা পুলিশ, পৌরসভার মেয়র ঘটনাস্থল পরিদর্শন করেন।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য কলেজের নৈশ প্রহরীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।