স্টিল পাইপে ইয়াবা!
- আপডেট সময় : ১১:৩৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯ ১৩০ বার পড়া হয়েছে
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি; কক্সবাজারের টেকনাফে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।বুধবার ভোররাত সাড়ে ৪টায় পৌর এলাকার বিজিবি ব্যাটালিয়ন রোডের নুর মোহাম্মদ মার্কেটে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাত সাড়ে ৪টায় র্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের একটি দল পৌর এলাকার বিজিবি ব্যাটালিয়ন রোডের নুর মোহাম্মদ মার্কেটে অভিযান চালায়। সেখানে এসএস স্টিল পাইপের ভেতরে অভিনব কায়দায় পাচারের জন্য ফিটিং করা অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়।
এ সময় গাজীপুরের জয়দেবপুরস্থ কলমেশ্বর গ্রামের মুকুল আহমদের ছেলে মো. জসিম উদ্দিন (৩৪) ও ফেনী সদরের পশ্চিম ছাগল নাইয়ার আব্দুল কুদ্দুসের ছেলে মো. মোশারফ হোসেনকে (৩৩) আটক করেন বিজিবি সদস্যরা।
জব্দকৃত পাইপ তল্লাশি করে ২৪ হাজার ৩০০ পিস ইয়াবা পাওয়া যায়। আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদকসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।