অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সাভার ইউএনও’র সাহসী ভূমিকা

- আপডেট সময় : ০৪:৩২:৫১ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২ ২৭৫ বার পড়া হয়েছে

সাভারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম।
সম্প্রীতি সাভার নামাবাজার এলাকায় বংশী নদীর তীরে স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। গত শুক্রবার সকাল থেকে বাজারের উত্তর ও দক্ষিণ প্রান্তে একসঙ্গে অভিযান শুরু করা হয়। দুটি এক্সকাভেটর (খননযন্ত্র) দিয়ে একের পর এক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।
সাভার নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নামাবাজার এলাকায় বংশী নদীর তীরে দুই সহস্রাধিক অবৈধ স্থাপনা রয়েছে। স্থানীয় প্রভাবশালীরা নদী ও নদীর তীর দখল করে এসব স্থাপনা গড়ে তুলেছেন। এর আগে স্থাপনা উচ্ছেদে বড় কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। এবার উচ্চ আদালতের হস্তক্ষেপে জেলা ও উপজেলা প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদে উদ্যোগ নেয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম সকালের সংবাদকে বলেন, গত শুক্রবার সকাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। সব কটি অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।