শৈলকুপায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর অফিস ভাঙচুর

- আপডেট সময় : ১২:৪৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১ ১৮৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়ন পরিষদ নিবাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হেলাল উদ্দিন বিশ্বাসের অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মীনগ্রামে এ ঘটনা ঘটে।
আবাইপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী মুক্তার আহমেদ মৃধার সাথে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা ও বর্তমান বর্তমান চেয়ারম্যান হেলাল উদ্দীন বিশ্বাস।
পুলিশ ও এলাকাবাসী জানান, সন্ধ্যার দিকে মুক্তার আহমেদ মৃধার ছেলে সুমন মৃধার নেতৃত্বে ১৫/২০ জন অতর্কিত হামলা চালায় স্বতন্ত্র প্রার্থী হেলাল উদ্দীন বিশ্বাসের অফিসে। এসময় স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরা তাদের অবরুদ্ধ করে থাকে। পরে পুলিশ গিয়ে হামলাকারীদের উদ্ধার করে।
ভাঙচুরের পর হাটফাজিলপুর ও আবাইপুর বাজারে কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতে হাটফাজিলপুর বাজারে দু্’গ্রুপ মুখোমুখি হয়। ইটপাটকেল নিক্ষেপ ও বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে।
এর আগে মীনগ্রাম বাজারের পাশে একটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভবিক রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।