গুইমারায় বঙ্গবন্ধু স্বাধীনতা কাপ ক্রিকেট টুনার্মেন্টের শুভ উদ্বোধন
- আপডেট সময় : ০৯:০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯ ১৪২ বার পড়া হয়েছে
আবুল হোসেন রিপন: খাগড়াছড়ি: গুইমারায় সিন্দুকছড়ি জোন কর্তৃক বঙ্গবন্ধু স্বাধীনতা কাপ ক্রিকেট টুনার্মেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি বিকাল তিনটায় বড়পিলাক বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হওয়া বঙ্গবন্ধু স্বাধীনতা কাপ ক্রিকেট টুনার্মেন্টে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লে:কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব,পিএসসি,জি।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গুইমারা বর্ডার গার্ড হাসপাতালের অধিনায়ক লে: কর্ণেল হোসাইন সাদেক বিন সাইদ, রামগড় পুলিশ সার্কেল ফরহাদ খান, গুইমারা উপজেলা চেয়ারম্যান উষেপ্রু মারমা, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ম্রাঘ্য মারমা, গুইমারা থানার অফিসার ইনচার্জ বিদ্যুৎ বড়ুয়া, ১নং গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমা, ২নং হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরি, ৩নং সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মার্মা। টুনার্মেন্টে সিন্দুকছড়ি জোনের আওতাধীন সর্বমোট ১৭ টি দল অংশগ্রহন করেন।
উদ্বোধনী ম্যাচে আইনশৃংখলা বাহিনী একাদশ বড়পিলাক একাদশকে নয় উইকেটের ব্যাবধানে পরাজিত করেন। আইনশৃংখলা বাহিনী একাদশের পক্ষে সর্বোচ্চ রিপন বড়ুয়া ৫২ রানে, এবং সিন্দুকছড়ি জোন কমান্ডার লে:কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব ২২ রানে অপরাজিত থাকেন।
উল্লেখ্য, বঙ্গবন্ধু স্বাধীনতা কাপ টুনার্মেন্টে সিন্দুকছড়ি জোন কর্তৃক প্রতিটি দলকেই নগদ পাঁচ হাজার টাকা করে এবং দূর দূরান্তের প্রতিটি খেলোয়াড়দের যাতায়াতের জন্য গাড়ির ব্যাবস্থা করা হয়।