সিইসির মায়ের ইন্তেকাল
- আপডেট সময় : ০৬:৫৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯ ১৪৫ বার পড়া হয়েছে
পটুয়াখালী প্রতিনিধি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার মা মোসা. আমেলা খাতুন (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দুপুর ২টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের নওমালা গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, আমেলা খাতুন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় জানাজা শেষে তাকে নওমালা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বিষয়টি নিশ্চিত করে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুষ চন্দ্র দে জানান, খবর পেয়ে তিনি প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন।
এদিকে আমেলা খাতুনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্জাহান মিয়া, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট তারিকুজ্জামান মনি ও দি পটুয়াখালী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মহিউদ্দিন আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছেন।