টাঙ্গাইলের বাঁশঝাঁড়ে ৪ বছরের মেয়েশিশুর ক্ষতবিক্ষত লাশ
- আপডেট সময় : ০৮:৫৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০ ৬৭ বার পড়া হয়েছে
হাসান সিকদার, টাঙ্গাইল; টাঙ্গাইলের ধনবাড়ীতে চার বছর বয়সী এক মেয়েশিশুর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ মে) সকালে উপজেলার পাইস্কা ইউনিয়নের একটি বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, শিশুটির নানাবাড়ি পাইস্কা ইউনিয়নের একটি গ্রামে। সোমবার দুপুরে সেখান থেকে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে সারাদিন তাকে পাওয়া যায়নি।মঙ্গলবার সকালে বাড়ির পেছনের বাঁশঝাঁড়ে জঙ্গলে ক্ষত-বিক্ষত অবস্থায় ওই শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্বজনরা। ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত শিশুটির মামা জানান, মেয়েটির বাবা-মা রাজধানীর একটি পোশাক কারখানায় চাকরি করে। তাই সে নানা বাড়িতেই থাকত। ওসি চান মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল
হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।