সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলে স্বাস্থ্য সহকারীসহ করোনায় আক্রান্ত ১১
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০ ৮৩ বার পড়া হয়েছে
হাসান সিকদার, টাঙ্গাইল; টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীসহ আরো ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪৬ জনে। শুক্রবার (২৯ মে) জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ তারিখে ঢাকায় পাঠানো ১২০টি নমুনার মধ্যে ১১টির রেজাল্ট করোনা পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে মধুপুর উপজেলার তিনজন, কালিহাতীর দুইজন, নাগরপুরের একজন, দেলদুয়ারের একজন, ঘাটাইলের একজন ও সদর উপজেলায় তিনজন। সিভিল সার্জন আরো জানান, টাঙ্গাইলের করোনা রোগীদের মধ্যে ১০৪ জন চিকিৎসাধীন আছেন। ৩৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন চারজন।