পানি ও গোডাউন থেকে সরকারি পচা চালের বস্তা উদ্ধার
- আপডেট সময় : ০৯:২৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০ ৭০ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক;
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কুমার নদ থেকে খাদ্য মন্ত্রণালয়ের ৫০বস্তা পচা চাল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। গেল শনিবার রাতে এসব পচা চাল উদ্ধার করা হয়। এরপর থেকেই ঘটনার রহস্য উন্মোচনে মাঠে নামে উপজেলা প্রশাসন। রবিবার সকাল থেকে সন্দেহভাজনদের গোডাউনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পরে দুপুরে উপজেলা শহরের অশোক সাহার গোডাউন থেকে ১০০ বস্তা পচা চাল উদ্ধার করা হয়।
কুমার নদে ফেলে দেয়া চাল উপজেলা শহরের অশোক সাহার গোডাউনের চালের সাথে মিল পাওয়া গেলে ওই গোডাউন সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে ৫ লাখ টাকা জরিমানা করা হয় গোডাউন মালিককে।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক লিটন আলী জানান, অবৈধ মজুদের অপরাধে গোডাউন মালিক অশোক কুমার সাহার বিরুদ্ধে ১৯৫৬ সালের মজুদ আইনে নগদ ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া কুমার নদ থেকে উদ্ধার করা মেয়াদোত্তীর্ণ চালের আলামত রেখে ঘটনাস্থলে বাকি চাল মাটিতে পুতে ফেলা হয়।