ঈশ্বরগঞ্জে অন্তঃস্বত্ত্বা নারী ও গার্মেন্টকর্মী করোনায় আক্রান্ত

- আপডেট সময় : ১০:৩৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০ ১০৯ বার পড়া হয়েছে

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশরগঞ্জে এক অন্তঃস্বত্ত্বা নারী ও এক পোশাক শ্রমিক ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গেছে। গত ৮ দিন পূর্বে সংগৃহীত নমুনার ফলাফল রোববার সন্ধ্যায় পাওয়া যায়। এতে অন্ত:স্বত্ত্বা নারী ও পোশাক শ্রমিকের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে উপজেলায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ১১ তে দাঁড়িয়েছে।
আক্রান্ত দু’জনের বাড়ি উপজেলার মাইজবাগ ইউনিয়নে দত্তগ্রামে। গাজীপুরের একটি এলাকায় থেকে পোশাক শ্রমিকের কাজ করতেন ৩৫ বছর বয়সী ব্যক্তি। করোনা ইস্যুতে পোশাক কারখানা ছুটি হয়ে যাওয়ায় বাড়ি চলে আসেন তিনি। বাড়িতে আসার পর গত ২৫ এপ্রিল ঈশ^রগঞ্জ স্বাস্থ্য বিভাগের করোনা ইউনিট ওই ব্যক্তি, তার স্ত্রী, মেয়ে ও শ^াশুড়ির নমুনা সংগ্রহ করে। একই দিন নমুনা সংগ্রহ করা হয় রিকশা চালকের ২৫ বছর বয়সী ৬ মাসের অন্তঃস্বত্ত্বা নারীর। গাজীপুর ফেরত ওই নারীর শুকনো কাশি থাকায় তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগের করোনা ইউনিট। ওই দিন মাইজবাগ থেকে ৬ জন ও বড়হিত থেকে ৩ জন সহ মোট ৯ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে পাঠানো হয়। ২৫ এপ্রিল নমুনা সংগ্রহ করা হলেও ৮ দিনের মাথায় রোববার ফলাফলে ২ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। রোববার রাত সাড়ে ৯ টায় বিষয়টি নিশ্চিত করেন করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন।
এ উপজেলায় রোববার আক্রান্ত ২ জন সহ মোট ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে চিকিৎসা শেষে একই পরিবারের ৫ নারীকে গত শনিবার করোনা বিজয়ী ঘোষণা করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নূরুল হুদা খান বলেন, দুজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। আক্রান্তদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হবে। করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, দ্রুততম সময়ের মধ্যে নমুনা গুলোর ফলাফল পাওয়া গেলে তড়িৎ ব্যবস্থা নেওয়া যেতে পারে