গফরগাঁও পৌর শহরে ক্ষতিগ্রস্ত প্রায় এক হাজার পরিবার পেল খাদ্য সহায়তা
- আপডেট সময় : ১১:২০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০ ৮৩ বার পড়া হয়েছে
গফরগাঁও (ময়মনসিংহ )প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় পৌর শহরের ক্ষতিগ্রস্থ, দুস্থ, অসহায় ও হতদরিদ্র প্রায় এক হাজার পরিবারের মাঝে সরকারের জিআর কর্তৃক বরাদ্দকৃত খাদ্য সামগ্রী বিতরণ করেন পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন।
সোমবার সকালে পৌরসভা চত্বরে এ খাদ্যপণ্য বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, পৌরসভা যুবলীগের যুগ্ন আহ্বায়ক তাজমুন আহমেদ, প্যানেল মেয়র শাহজাহান সাজু, কাউন্সিলর সোহরাব হোসেন,মশিউর রহমান কিরণ প্রমুখ।
সুবিধাভোগী একজন ষাটোর্ধ্ব বলেন, ছেলেদের কাজ নাই, আয় রোজগার নাই। মেয়র ও এমপির এই সাহায্য পেয়ে অনেক উপকার হলো। কয়েকদিন চলা যাবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম বলেন,চতুর্থ ধাপে এই খাদ্যসহায়তা পৌরসভাকে প্রদান করা হলো। প্রায় এক হাজার উপকারভোগী এর সুফল পাবেন।
পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন বলেন, জননন্দিত নেতা ফাহমী গোলন্দাজ বাবেল এমপি মহোদয়য়ের নির্দেশনা মোতাবেক খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। এর আগে দশ হাজার পরিবারের মাঝে খাদ্যসহায়তা সম্পন্ন হয়েছে।পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত রাখবে গফরগাঁও পৌরসভা।