জয়পুরহাটে সরকারি ৮৫ বস্তা চাল জব্দ, ডিলারশীপ বাতিল
- আপডেট সময় : ১০:৫০:১২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০ ৮৫ বার পড়া হয়েছে
জয়পুরহাট প্রতিনিধি;
জয়পুরহাটের সরকারি চাল অবৈধভাবে মজুত করার অভিযোগে আক্কেলপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের ডিলার ডি.এম মেহেদী হাসানকে (৩৬) আটক করেছে র্যাব। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে মেহেদীর ডিলারশীপ বাতিলের সিদ্ধান্ত হয়।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার কাঁঠাল বাড়িতে তার ব্যবসা প্রতিষ্ঠানের গুদাম থেকে চালগুলো জব্দ এবং তাকে আটক করা।
আটক মেহেদি হাসান আক্কেলপুর উপজেলার কোলা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, আটক মেহেদি হাসান সরকারি চাল নির্দিষ্ট ভোক্তাদের না দিয়ে তাদের স্বাক্ষর নকল করে সেগুলো অবৈধভাবে মজুত করে। পরে সেই সরকারি চালগুলো উচ্চ মূল্যে বাইরে বিক্রি করছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাল উদ্ধার ও তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
আক্কেলপুর উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল হান্নান জানান, তাৎক্ষণিকভাবে তার ডিলারশীপ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।